শান্তিগঞ্জ প্রতিনিধি::
জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে মাসুমা বেগম (২০) নামের এক এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের আকিল হোসেনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কোন এক সময় স্বামীর অগোচরে টয়লেটের উপরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। স্বজনরা এ অবস্থা দেখে তাকে উদ্ধার করে কৈতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।