স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে জেলা ট্রাফিক পুলিশ অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালিয়েছে। অভিযানে ১৩ টি অবৈধ মোটর সাইকেল জব্দ ও ৩টি মোটর সাইকেলে’র মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৪টা পর্যন্ত দিরাই শহরের বাসস্টেশন, মধ্যবাজারসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকত উল্লার নির্দেশে সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহষ্পতিবার দিরাইয়ের এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের সার্জন সামছুল ইসলাম ও আব্দুল মজিদ। অভিযানে অসম্পূর্ণ কাগজপত্র নিয়ে মোটর সাইকেল চালানোর দায়ে ছাদ উদ্দিন মিয়া, সুমন আহমদ ও রানা হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৈধ কোন কাগজপত্র না থাকায় ১৩ টি গাড়ি জব্দ করা হয়েছে।