স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শরিবার সকালে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ারে এসে প্রতিবাদসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে জেলা উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের বাঙালির কাছে অহঙ্কারের নাম। তিনি সারাবিশ্বে বাঙালির মর্যাদা বৃদ্ধি করেছেন। উন্নয়ন অগ্রযাত্রার মাধ্যমে দেশ ও মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এসব কারণে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা চেষ্ঠাসহ নানাভাবে মিথ্যাচার করছে। বক্তারা বলেন, দেশবিরোধী জামায়াত জোটকে রাজপথে মোতাবেলায় স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।