মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ (২৫ মে, ২০২২) বিকাল ৪.০০ ঘটিকায় জুনিয়র লাইব্রেরিয়ান জনাব আনিছুর রহমানের সভাপতিত্বে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এপিপি, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, দিরাই উপজেলার সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই উপহার সহ সনদ প্রদান করা হয়।