মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি’র উদ্যোগে ৭ মার্চের ভাষণের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে আজ রবিবার বিকেলে এ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিপঙ্কর বর্মন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মোঃ আবু নাসের,
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক ( পাবেল চৌধুরী) প্রমুখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন জানান, আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ মার্চ সোমবার বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।