হাবিবুর রহমান-হাবিব,শাল্লা::
সুইস রেড ক্রস এর অর্থায়নে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্হাপনায় সাম্প্রতিক প্লাবন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসলহারা কৃষকদের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার মোট ৫শতটি পরিবারের মধ্যে-পরিবার প্রতি ৪ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার শাল্লা জেলা পরিষদ ডাক বাংলা প্রাঙ্গনে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অর্থ সহায়তা প্রদান করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ ও রেডক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারি মোঃ মতিউর রহমান পীর।
এসময় উপস্থিত ছিলেন -শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরী, প্রধান- হিসাব ও প্রশাসন সুইস রেড ক্রস আরিফ ইব্রাহিম চৌধুরী, সহকারী পরিচালক রেডক্রিসেন্ট, জাতীয় সদর দপ্তর খান মোঃ তাজুল ইসলাম টিটু ,অর্থ কর্মকর্মকর্তা-অর্থ বিভাগ রেড ক্রিসেন্ট-জাতীয় সদর দপ্তর, ইমরানুল হাসান, কার্কযরী সদস্য রেডক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিট রাহুল দে পাপলু, আজীবন সদস্য রেডক্রিসেন্ট সোসাইটি আব্দুস সাত্তার,নেহার বেগম, মোঃ আব্দুল মোতালিব, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার, সিনিয়র যুব রেড ক্রিসেন্ট সেরুজ্জামান, ফারুক মিয়া, সাংবাদিক হাবিবুর রহমান-হাবিব প্রমূখ।