তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ সালিশ ব্যক্তিত্ব জালাল উদ্দীন আর নেই।
বুধবার দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, আট ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, আজ বৃহস্পতিবার বেলা তিনটায় নিজ গ্রাম উপজেলার মোদেরগাঁয়ে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় হাজারো মুসল্লি অংশ নেন।