স্টাফ রিপোর্টার::
ঈদে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরেছে সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের (বোটানি) ছাত্র হাসান আহমেদ। বুধবার বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে সে ডুবে মারা গেছে। নিহত হাসান আহমেদ শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা চান মিয়া সুনামগঞ্জ গণপূর্ত বিভাগে নৈশপ্রহরি হিসেবে কাজ করেন। তিনি ধর্মপাশা উপজেলার সেলবরষ গ্রামের বাসিন্দা। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে বিলাপ চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বন্ধুদের সঙ্গে নৌকাযোগে হাসান আহমেদ টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যায়। সারাদিন হাওরে ঘুরে বেড়ায় তারা। পার্শবর্তী খাসিয়া পাহাড় লাগোয়া টেকেরঘাট খনিজ প্রকল্পের নীলাভ লেকটিতে নেমে বন্ধুদের সঙ্গে গোসলও করেছে।
ফেরার পথে গোলাবাড়ি এলাকায় অবস্থিত ওয়াচ টাওয়ারে নৌকা ভিড়িয়ে গোসল করতে নামে তারা। গোসল করে সবাই নৌকায় ওঠলেও সবার অগোচরে হাসান থেকে যায়। নৌকায় উঠেনি। বন্ধুরা নৌকা অনেক দূরে যাবার পর নৌকাতে হাসানকে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করে। না পেয়ে আবার ওয়াচ টাওয়ারে ফিরে আসে তারা। সেখানে চারপাশে খোজাখুজি করে হঠাৎ টাওয়ারে নিচে টাঙ্গুয়ার হাওরে পানির নিচে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নৌকায় তোলে। তার সাড়া না পেয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে গুরতে এসে পানিতে ডুবে এক কলেজ ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।