টাফ রিপোর্টার
একদিনের সফরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে আসছেন আজ বৃহস্পতিবার। বেলা ১১টায় তিনি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এছাড়াও ১০ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রটি সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক যেহীন আহমেদ’র নামে নামকরণ অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এরপর তিনি সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন। এদিন সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট স্টেশন ক্লাব লিঃ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।