হাবিবুর রহমান-হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমানের আয়োজনে বুধবার শাল্লা থানায কমান্পাউন্ডে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ, শাল্লা উপজেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী,শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী, আব্দুস সাত্তার মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল, সাংবাদিক বাদল চন্দ্র দাস, সাংবাদিক হাবিবুর রহমান-হাবিব, যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়াপাঠ করেন শাল্লা থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাসেম।
ইফতার মাহফিলে দেশের সকলের শান্তি কামনা করে মহান প্রভুর দরবারে প্রার্থনা করা হয়।