1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন

পিসি দাশ আঙ্গাউড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ৬.০৩ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১ জন ভোটারের মধ্যে ৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক পিসি দাশ পীযুষ। শুক্রবার উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক পিসি দাশ পীযুষ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অবিভাবকবৃন্দ, ভোটারসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে সাংবাদিক পিসি দাশ পীযুষ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন চৌধুরী, উপজেলা ক্রিড়া উন্নয়ন সংস্থার সুব্রত কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বাহারা ইফপির চেয়ারম্যান বিধান চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, আটগাও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, শাল্লা বাজার কমিটির সভাপতি কৃষ্ণধন বৈষ্ণব, আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অমিতা রাণী দাস, আনন্দপুরের বিশিষ্ট সমাজসেবক বিকাল চক্রবর্তী, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সহকারি অধ্যাপক তরুণ কান্তি দাশ প্রমুখ নবনির্বাচিত সভাপতি পিসি দাশ পীযুষকে অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!