স্টাফ রিপোর্টার::
গত বছরের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অবশিষ্ট বিল পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, বক্তারা গত বছরে বাঁধের কাজ শেষ করেও পিআইসির লোকজন এখনো সমুদয় বিল পাননি। তারা বাধ নির্মাণে অনেক কষ্ট করেছেন। বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড পিআইসি বাতিলের ষড়যন্ত্র করছে। এজন্য নির্ধারিত সময় পিআইসির বিল পরিশোধ করছে না। তাই অবিলম্বে হাওরের ফসলরক্ষা বাধের কাজের অবশিষ্ট বিল আদায় করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি সুখেন্দু সেন প্রমুখ।