দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যালয়ে প্রভাবশালী ব্যাক্তিদের অযাচিত নির্যাতন নিপিড়ণ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষ-শিক্ষিকাবৃন্দ। বুধবার ১১টায় স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে গনমাধ্যম কর্মীদের উপস্থিতি লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চরনারচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুমন রায় চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরী,কমিটির সদস্য অনিল চন্দ্র দাস,সঞ্জু রায়,ইউপি সদস্য সত্যবান বৈঞ্ষব, ইউপি সদস্য চিত্তরঞ্জন সুত্রধর, শিক্ষিকা শোভনা ভট্রাচার্য্য ও অফিস সহকারি বিজিত রায়।
লিখিত বক্তব্যে সুমন রায় চৌধুরী জানান, গ্রামের কৃতিসন্তান শিক্ষা মন্ত্রনালয়ের অতিঃ সচিব রতন কুমার রায়ের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় নির্মানের প্রস্তাব এলে আমি ও আমার পরিবার বিদ্যালয় নির্মানের জন্য ৫ (পাঁচ) কেদার জায়গা দান করি, এই ভুমিতেই চরনারচর এস ইএস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সুনামের সহিত একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের সাভাবকি পরিবেশ বজায় রাখতে পার্থ কুমার বৈষ্ণব (চন্দ্র) ও তার অনুসারীদের বিদ্যালয়ে অনাকাংখিত নির্যাতন ও নিপিড়ণ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।