স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুটের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়েছে। আজ ২২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ৩০ কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা, পৌর শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,সুনামগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদ এই বিশেষ প্রার্থনার আয়োজন করে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিশ্বজিত চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাস, শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি স্বপন কুমার দেব, পুজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য শুভব্রত বসু, জেলার সহ সভাপতি স্বপন কুমার দাস, পৌর কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী আচল, সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন কুমার দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাকান্ত সূত্রধর, উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিরন্ময় রায়, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র কুমার দেব রবি, চন্দন কুমার রায়, নারায়ণ চক্রবর্তী, পরিমল তালুকদার, সিদ্ধার্থ এষ বলাই, দিলীপ কুমার রায়, ঝন্টু ভূষন সরকার, অমর দাস, প্রসেনজিৎ নন্দী, রথীশ অধিকারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাক্ষর রায়, সাংগঠনিক সম্পাদক রুবেল দাস প্রমুখ।
তারা করোনাকালে সাহসী যোদ্ধা নূরুল হুদা মুকুটের শারিরিক সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনায় মিলিত হন।