1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ‘পুষ্পা টু’ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ ইউটিউবার টিম রাকিব পুলিশের সামনে মিথিলাকে পেটাল রূপান্তর নাটক: ট্রান্সজেন্ডার নাটকটি করায় জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা বুবলীর আগের একটি সংসার ছিল ও একটি মেয়ে আছে: সুরুজ বাঙালি চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরে চাপায় এক যুবক নিহত দিরাই-শাল্লায় বিএনপির দুই নেতাসহ চেয়ারম্যান পদে লড়ছেন নয় জন প্রার্থী ইতালির লিগ পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো ইন্টার মিলান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন কাতারের আমির নরেন্দ্র মোদীর মন্তব্য সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ এই বিষয়টি নিয়ে যা বলেছে যুক্তরাষ্ট্র

সুনামগঞ্জে ৫৬ সহ সিলেট বিভাগে একদিনে আক্রান্ত ৪৪২ জন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৮.০৬ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, গত একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪২ জন, যাহা করোনার শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে করোনায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৭৩, সুনামগঞ্জের ৫৬, হবিগঞ্জের ৪৬ ও মৌলভীবাজার জেলার ৬৭ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে বিভাগের মধ্যে মোট ১হাজার ৪৪২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪৪২ জনের ফলাফল পজিটিভ আসে, এতে আক্রন্তে র মোট শতকরা হার ৪৩.১২ ভাগ, জেলা ভিত্তিক আক্রান্তের শতকরা হচ্ছে সিলেট জেলায় ৪৮.২৩, সুনামগঞ্জ ২৯.১৭, হবিগঞ্জ ৩৫.৩৮ ও মৌলভীবাজার জেলায় ৪৮.৯১ ভাগ। আগেরদিন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩৮৯ জন যাহা মোট শতকরা আক্রান্তের হার ছিলো ৪০.১৪ ভাগ।
এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৮০৫, সুনামগঞ্জে ৩ হাজার ২২৯, হবিগঞ্জে ৩ হাজার ৪৮ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৪৬৫ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৫ ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় আক্রান্ত হয়ে মোট ৫১১ মৃত্যুবরন করেছেন, এর মধ্যে সিলেট জেলায় ৪১৫, সুনামগঞ্জ ৩৫, হবিগঞ্জ ২২ ও মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন।
অপরদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩৬ জন। এপর্যন্ত বিভাগের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬১৪ জন।এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৮৪৮, সুনামগঞ্জ ২ হাজার ৮৬৬ হবিগঞ্জ ২ হাজার ১২৯ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৭১ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন, এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ৫৫১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে সিলেট জেলার ৪৮৬, সুনামগঞ্জের ৩৪, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজার জেলায় ২৫ জন রয়েছেন। এসময় বিভাগে আরও ১৯৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এপর্যন্ত বিভাগে সর্বমোট হোম কোয়ারেন্টাইনরত আছেন ১হাজার ৩৪২ জন, এর মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৩০৬ ও মৌলভীবাজার জেলায় ৩৬ জন রয়েছেন

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!