1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

দক্ষিণ বড়দল ইউনিয়ন: স্বামী-স্ত্রী পুত্র কন্যাসহ একই পরিবারে চারজন ভিজিএফ তালিকায়

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০১৭, ১.৫৫ পিএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে হাওরপাড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ভিজিএফ তালিকা প্রনয়নের স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। একই পরিবারে স্বামী, স্ত্রী, পুত্র কন্যাসহ চারজনকে ভিজিএফ দেওয়া হয়েছে। বড়দল দক্ষিন ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগটিতে ১০ জনের স্বাক্ষরসহ সরজমিনে হাজির হয়ে অভিযোগ করেন ওয়ার্ডবাসী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বড়দল দক্ষিন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য তাজুল ইসলাম ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রনয়নে তার নিজের আত্মীয় স্বজন ও নির্বাচনকালে তার পক্ষে থাকা লোকজন ছাড়া অন্য কাউকে তালিকাভুক্ত করেনি। স্বজন-প্রীতির মাধ্যমে ইউপি সদস্য তাজুল ইসলাম তার স্বজনদের একই পরিবারে একাধিক ব্যাক্তিকে তালিকাভুক্ত করেছেন। এছাড়াও অজ্ঞাত পরিচয়ে অনেকের নাম ভিজিএফ তালিকায় উঠিয়ে বরাদ্দকৃত চাল ও টাকা ইউপি সদস্য নিজেই আত্মসাত করেছেন।
অভিযোগে প্রমানস্বরূপ উল্লেখ্য যে, ৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কুকুরকান্দি গ্রামের মৃত জাহের আলীর পুত্র শফিকুল ইসলাম, ভিজিএফ তালিকায় ক্রমিক নং-২৩১৪(১০৫)। সেই সাথে তার স্ত্রী হাসিনা বগেম ভিজিএফ তালিকায় ক্রমিক নং ২২৯২(৮৩), তার মেয়ে সুমাইয়া আক্তার সুমা ভিজিএফ তালিকায় ক্রমিক নং ২৩১৪(১০৭), তার ছেলে কলেজ ছাত্র রেজাউল করিম যার ভিজিএফ ক্রমিক নং ২৩১৬(১০৭)। এভাবে একই পরিবারের ৪ জনের নামে ভিজিএফ এর অন্তর্ভক্ত করা হয়েছে।
ইতিমধ্যে তারা এই সুবিধা গ্রহণও করেছেন। একইভাবে উল্লেখ্য এক পরিবারের একাধিক ব্যাক্তিকে সুবিধা দেওয়া হয়েছে এরকম অনেকগুলো পরিবার রয়েছে।
অভিযোগকারিরা ভিজিএফে তালিকা বহির্ভুত কৃষকদের তালিকা ভুক্ত করা সহ অনিয়ম দুর্নীতি ও স্বজন-প্রীতির সাথে জড়িত ইউপি সদস্য তাজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য তাজুল ইসলাম জানান,আমার বিরুদ্ধে ভিজিএফ তালিকা প্রনয়নে স্বজনপ্রীতির ও অনিয়ম দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যমুলক এবং মিথ্যা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!