তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে রিভলবারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ এর একটি দল। বৃহস্পতিবার(১৭ জুন) রাতে শহরের মধুকুনি এলাকা থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। সে উপজেলার চেচান বাউরপাড়া এলাকার আলতাব আলীর পুত্র ছালেহ আহমদ। র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৯) সিপিএসসি সিলেটের ইসলামপুর ক্যাম্পের একটি দল শহরের মধুকুনি এলাকায় অভিযান চালায়। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ লূৎফর রহমানের নেতৃত্বে মধুকুনির শ্যামপাড়া এলাকার আকিজ প্লাস্টিক কারখানার পিছনের সড়কে অভিযান চালিয়ে ১টি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ছালেহ আহমদকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে র্যাব মামলা দায়ের করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।