বিশেষ প্রতিনিধি, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে লাকড়ি ধরতে গিয়ে ফের বারকি নৌকা ডুবে মো. হাসিনুর মিয়া (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের টেকেরগাঁও গ্রামের আক্কাছ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে লাকড়ি(জ্বালানি) ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ৭-৮ বছরের দুই শিশুকে সাথে নিয়ে যাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে লাকড়ি ধরতে যায় হাসিনুর মিয়া। লাকড়ি ধরা শেষে ফেরার পথে আকস্মিকভাবে নৌকা ডুবে তলিয়ে যায় সে। পরে নৌকায় থাকা অপর দুই শিশুকে মাঝ নদীতে ডুবতে দেখে পর্যটকবাহী একটি নৌকা এসে তাদের উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, যাদুকাটা নদীতে লাকড়ি ধরতে গিয়ে যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি নদীর পাড় থেকে লোকজন আমাকে জানিয়েছেন।