বিশেষ প্রতিনিধিঃ-
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওয়রপাড়ের ফসলহারা অসহায় কৃষকদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী ভুরাখালী গ্রামের পাঁচ তরুন সমাজ সেবীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রবাসী মহিবুর রহমান, নুর মিয়া, ছাদিকুর রহমান, আমিনুল হক ওয়েছ, ফংকি মিয়ার যৌথ অর্থায়নে মঙ্গলবার নলুয়ার হাওয়র বেষ্টিত হলদিপুর-চিলাউরা ইউনিয়নের ভুরাখালী গ্রামের ১৫৩ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও অসহায় পরিবারের মধ্যে ১০কেজি করে চাল বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বী আকিক মিয়া, আহমদ উল্লাহ, ভুরাখালী গ্রামের কৃতি সন্তান জগন্নাথপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি আবুল কয়েছ, আবুল কালাম, আলামীয়া, মিজানুর রহমান প্রমুখও। এই সাহায্য গ্রহন করে অসহায় কৃষক পরিবার বলেন বিদেশে অবস্থান রত সবাই যদি আমদেও পাশে দ্বারান তাহলে আমাদেও কষ্ট লাগব হবে, আগামী দিনে ছেলে-মেয়ে নিয়ে বেচে থাকার আশা থাকবে। প্রবাসী দের পক্ষে আবুল কয়েছ ও মিজানুর রহমান বলেন আমাদেও গ্রামের এই তরুন সমাজ কর্মী বৃন্দ গ্রামের অসহায়দের পাশে সব সময় থাকবেন বলে তাঁদেও কে জানিয়েছেন।