স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সুনামগঞ্জে যারা চাকুরি করতে আসে তাদের ভুরি বাইরা যায়। তারা নড়াচড়া করেনা। কাজ করেনা। অলস। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দেখে মনে হয়না, আপনারা কাজ করেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বসে থাকলে হবেনা। ১১টি উপজেলায় গিয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে উপস্থিত সুধীজন ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানে বড় সমস্যা হয়েছে বলেই রাষ্ট্রপতি এসেছেন। দুইদিন থেকে গেছেন। প্রধানমন্ত্রীও আপনাদের সমস্যা অবগত আছেন। আপনাদের কেউ না খেয়ে মারা যাবেনা। ৬ মাস কেন সরকার ৬ বছর আপনাদের খাওয়াতে পারবে।
মন্ত্রী হাওরের ফসলহারা কৃষকের জন্য তিন স্তরের খাদ্য নিরাপত্তার সরকারি সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত পরিকল্পনা ও প্রস্তাবনা পাঠানোর নির্দেশনা