স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন গ্রামে শনিবরা রাতে কালবৈশাখি ঝড়ে প্রায় তিন শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার সময় হঠাৎ শুরু হওয়া ঝড়ো বৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাছ-গাছালি ও ফসলে ক্ষয় ক্ষতি হয়েছে।
জামালগঞ্জ, শাল্লা, তাহিরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জের অন্তত ২০টি গ্রামের প্রায় তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শাল্লার শ্যামারচর, আননন্দপুর, নোয়াগাও, নিয়ামতপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। জামালগঞ্জের হটামারা গ্রামের প্রায় ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামছুল আলম ঝুনু মিয়া, শাল্লা উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র সরকার ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কালবৈশাখি ঝড়ে ঘরবাড়ি ক্ষয়-ক্ষতির ঘটনা নিশ্চিত করেছেন।