স্টাফ রিপোর্টার::
হাওরের ফসলহানীর সুযোগ নিয়ে চালডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রি করায় সদর উপজেলার জয়নগর বাজারের ৫ জন মুনাফাখোর ব্যবসায়ী ও মজুদদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ৩-৪দিন ধরে জয়নগর বাজারের স্থানীয় কিছু মুনাফাখোর ব্যবসায়ী ও মজুদদার চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেড়গুণ মূল্যে বিক্রি করছিল। এই অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান পরিচালনা করে। এসময় অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ফজর আলীকে ২৫ হাজার টাকা, আব্দুল লতিফকে ১৫ হাজার টাকা, মাস্টার শহিদুল হককে ৩ হাজার টাকা, তার ভাই এনামুল হককে ৫ হাজার টাকাসহ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে এলাকার ৫ শতাধিক সাধারণ মানুষ জড়ো হন। তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে আরো কিছু মজুদদার ব্যবসায়ীর নাম বলেন। এসময় জনগণকে জিম্মি করে কতিপয় ব্যবসায়ী অতিরিক্ত পণ্যমূল্য আদায় করায় বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের শান্ত করে। এসময় ক্ষুব্দ ব্যবসায়ী চালের ব্যবাসায়ী ও আড়তে অভিযান পরিচালনার আহ্বান জানান। ওই সুযোগে দোকান বন্ধ করে চালের ব্যবসায়ীরা সটকে পড়ে বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা বলেন, এলাকার সাধারণ ক্রেতাদের কাছ থেকে খবর পেয়ে জয়নগর বাজারে অভিযান চালাই। এসময় হাতে নাতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৫জনকে অর্থদ- করেছি। এবং আগামীতে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যাতে অতিরিক্ত মূল্য না নেয় সেজন্য কঠোর নির্দেশনা দিয়ে এসেছি।