স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতির কারণে বাধ ভেঙ্গে সুনামগঞ্জের সর্ববৃহৎ হাওর দেখার হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কৃষকরা। রবিবার বেলা সাড়ে ৪টা থেকে কৃষকরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকার রাস্তায় শুয়ে প্রতিবাদ শুরু করে। ধিরে ধিরে আরো কৃষকরা জড়ো হোন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা ধরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় ৫ কি.মি. এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ডাবর ব্রীজ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত দুই দিকে হাজারো যানবহন আটকা পড়েছে।
এদিকে কৃষকরা রাস্তা অবরোধ করার খবর পেয়েও স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের পাশে গিয়ে সংহতি জানান। কৃষকরা বাধরক্ষায় নিয়োজিতদের শাস্তি দাবি জানান।
ক্ষুব্দ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা রাস্তায় বসে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও পিআইসির বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের শাস্তি দাবি করে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, কৃষকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এখনো ঘটনাস্থলে আছি। কৃষকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। আমরা তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।