1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জামালগঞ্জে গণসংবর্ধনায় শামীমা শাহরিয়ার এমপি: শেখ হাসিনা আছেন বলেই হাওরে উন্নয়ন হচ্ছে

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ১২.১৩ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে জামালগঞ্জ উপজেলা খাদ্য গোদামের সামনের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বতে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী ও মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার।
এ ছাড়াও আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, উপজেলা মৃক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, কেন্দ্রীয় তাতী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আলম, সাচনাবাজার বণিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বদিউজ্জামান, সুনামগঞ্জ জেলা তাতীঁলীগের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক শামসুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল আফিন্দী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আলমগীর, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আরিফ আলম লিমন, মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দি রোটারী ফাউন্ডশনের সহায়তায় ৫০০ জন কৃষককে বোরো ধানের বীজ ধান ও ৫০০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা আছেন বলেই সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়ন হচ্ছে। তিনি হাওরের ফসল রক্ষায় প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেন। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে। হাওর এলাকার মানুষের জীবনমানে পরিবর্তন আসছে। শেখ হাসিনা হাওর এলাকার মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হাওরবাসীর আরও উন্নয়ন হবে। ’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!