স্টাফ রিপোর্টার::
বিজয়ের আনন্দ ভুলে ফসলহারা কৃষকের পাশে গিয়ে দাড়িয়েছেন গতকাল বৃহষ্পতিবার সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর তিনি খবর পান দিরাই উপজেলার বৃহত্তম বরাম হাওরের তুফানখালি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢকুছে। পরে তিনি সাথে সাথেই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বাঁধে ছুটে যান। ফসলহারানো কৃষকের পাশে দাড়িয়ে তাদের সমবেদনা জানান। কৃষকদের এই দুর্দশা সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়ে সহায়তার আশ্বাস দেন। হাওরে প্রিয় নেতার সহধর্মীনিকে কাছে পেয়ে আপ্লুত হোন কৃষকরা। তারা তার কাছে নানা দাবি দাওয়া জানান।
উল্লেখ্য চলতি মওসুমে হাওরের ফসলরক্ষা বাধের কাজ যথা সময়ে শুরু না হওয়ায় ফসল ঝূকিতে রয়েছে। এখন বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে হাওরের অবশিষ্ট ফসল। উঠতি বোরো ধান হারিয়ে বিলাপ করছেন কৃষক।
শুক্রবার সকালে তুফানখালি বাধ পরিদর্শনে গিয়ে কৃষকদের শান্তনা দেন সদ্য নির্বাচিত সাংসদ ড. জয়া সেনগুপ্তা। এসময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও দিরাই পৌরসভার প্রথম মেয়র আজিজুর রহমান বুলবুল প্রমুখ।