স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। বুধবার বিকেলে দিরাই বাগানবাড়িস্থ কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এ মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী ড. জয়া সেনগুপ্তা।
মতবিনিময় সভায় দিরাই-শাল্লার যুবলীগের সর্বস্তরের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল বিভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। পরে খায়রুল হুদা চপলের নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে জয়া সেনগুপ্তার পক্ষে প্রচারণা চালান।
প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুবলীগ নেতা সীতেশ তালুকদার মঞ্জু, নূরুল ইসলাম বজলু প্রমুখ।