ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ জন। মঙ্গলবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে নতুন আরও ১২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা পরিষদ এলাকার ১ জন, মন্ডলীভোগ হাসপাতাল রোড এলাকার ২ জন, পৌরসভা এলাকার ১ জন, নোয়ারাই এলাকার ১ জন, উত্তরা ব্যাংক শাখায় কর্মরত ১ জন, জাউয়া এলাকায় ৪ জন ও কৈতক এলাকায় ২ জন রয়েছেন। এ উপজেলায় মোট করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ২৩৪ জন। সুস্থ হয়েছেন ১৯ জন আর মৃত্যুবরণ করেছেন ৩ জন। আইসোলেশনে আছেন ২১২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।