বিশ্বম্ভরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের কৃতী সন্তান, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট র্পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,সাবেক মন্ত্রী,আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংবিধান বিশেষজ্ঞ, দিরাই, শাল্লার এমপি প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে বিশ্বম্ভরপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, পলাশ ইউপি সদস্য সেলিম আহমেদ মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় শোকসভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আ’লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, বিশেষ অথিতি উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানব উন্নয়ন সম্পাদক কৃষকলীগ শামীমা শাহারিয়ার, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুকন মিয়া, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি নোমান হাসান খান, বীর মুক্তিযুদ্ধা আওয়ামী লীগ নেতা শ্যামল বরন আচায্য, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগ সহ সভাপতি আব্দুল আওয়াল,সেচ্ছাসেবকলীগ সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল আলম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ সভাপতি আব্দুল ওয়াহাব, নজরুল ইসলাম, মফিজ উদ্দিন, নাজমুল কবির সবুজ, ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ভূইয়া, সংস্কৃতি সম্পাদক আলাল উদ্দিন আজাদ, বাদাঘাট দক্ষিণ ইউপি শ্রমিক লীগ সহ সভাপতি সিরাজুল হক, পলাশ ইউপি সৈনিক লীগ সভাপতি বোরহান উদ্দিন, ছাত্রলীগ নেতা আলী রাজ প্রমুখ। এছাড়া আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।