স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে গারো আধিবাসীদের চারদিন ব্যাপী বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কড়ইগ্রামে অনুষ্ঠিত ১২৬তম সম্মেলনে সিলেট বিভাগের আদিবাসী গারো সম্প্রদায়ের গারো বেপ্টিস ধর্মাবলম্বিরা অংশ নিয়েছেন। এ উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভাগীয় এই সম্মেলনটি বড়সভা হিসেবে পরিচিত।
চারদিন ব্যাপী সম্মেলন উৎসবে দেশের বিভন্ন স্থান থেকে গারো বেপ্টিস ধর্মাবলম্বিরা এসে জড়ো হয়েছেন কড়ইগড়া গ্রামে। তাদেদর পদচারণায় এখন মুখর কড়ইগড়া সীমান্ত। বৃহষ্পতিবার বিকেল চারটায় সম্মেলনের উদ্বোধন করেন চিন্ময় দেবনাথ। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মধুনাথ সাংমা, কাইন্ডলি দাজেল, সার্জেন রিছিল প্রমুখ।
নিজেদের ভাষায় সঙ্গীত পরিবেশন করেন প্রকাশ চাম্বুগং, থেংসু রেমা, পূর্ণিমা রেমা, অভয় চিসিম, প্রণব ঘাগ্রা প্রমুখ।
বৃহষ্পতিবার শুরু হওয়া উৎসব শেষ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। প্রতিদিন সম্মেলন শুরু হবে সন্ধ্যায়। সম্মেলনে ধর্মীয় সঙ্গীত পরিচালনা, সমবেত প্রার্থনা, প্রাতসভাসহ নিজের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পালিত হবে যৌথ আচারাদি।
সম্মেলনের উদ্যোক্তারা জানান, এবারের প্রতিপাদ্য করা হয়েছে ‘ঐশ্ব প্রেম প্রকাশ’। একেশ্বরের আরাধনার লক্ষ্য নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলেও এতে দেশ-জাতির কল্যাণ কামনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্টিত হবে। ধর্মবর্ণ নির্বিশেষ ঈশ্বর সৃষ্ট সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনাই করবেন গারো সম্প্রদায়ের লোকজন।
১৮৯০ সন থেকে প্রতি বছর নিয়মিত বিভিন্ন স্থানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবার তাহিরপুরে ১২৬তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।