স্টাফ রিপোর্টার::
বিপুল ভোটে নির্বাচিত সুনামগনজ জেলা পরিষদের চেয়ারম্যন নুরুল হুদা মুকুটকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কানাডাস্থ জালালাবাদ এসোসিয়েশন টরন্ট সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি নূরুল হুদা মুকুটের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় তিনি জালালাবাদ এসোসিয়েশন টরন্ট সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী অমিত চৌধুরী প্রমুখ।