স্টাফ রিপোর্টার::
অকালপ্রয়াত সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিনের কুলখানি সম্পন্ন হয়েছে। শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মানুষজন উপস্থিত ছিলেন। তারা মরহুমের কবর যিয়ারত করেন। পরে বাদ জুমআ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল প্রমুখ।