স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ২০জন আহত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাচ্না কালীবাড়ী গ্রামের রাজা মিয়া ও অজিদ মিয়ার লোকদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে গ্রামের আব্দুল গফুরের বাড়ির সীমানায় রোপন করা কয়েকটি গাছ নিয়ে অজিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দুপুরে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে লতু মিয়া (৬০), মকবুল হোসেন (৩৮), আলী হোসেন (৩০), মোমেনা খাতুন (৬৫), শাহানা বেগম (২৮), আলী আমজদ (৪০), মাহমদ আলী (২৮), টিপু মিয়া (১৪)সহ কয়েকজন আহত হয়। গুরতর আহত আহত মকবুল হোসেন ও শাহানা বেগম কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে কোন পক্ষই অভিযোগ করেনি।