স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজার এলাকার গরিব শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘ফেইসবুক এ্যাক্টিভস্’এর কয়েকজন তরুণ। রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে শতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজক কমিটির সদস্য মানছুর আহমদের পরিচালায় ও পাগলা হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরণের আয়োজক কমিটির প্রধান মুখপাত্র তরু স¤পাদক ও ইয়াকুব শাহরিয়ার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রোজী চৌধুরী, নিভা দস্তিদার, অজন্তা ধর, শোভা তালুকদার, পাগলা হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র শাহিন রহমান, নুরাইন হায়দার জয়, আয়োজক কমিটির সদস্য জানে আলম, জমির হোসেন, মামুনুর রশিদ মামুন ও মুবিন সিদ্দিকী প্রমুখ।