পাগলা বাজার প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় অবস্থিত রাইজিং সান কিন্ডার গার্টেনের সেমিস্টার পদ্দতির চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মাঠে আনুষ্ঠানিকভাবে সেমিস্টার পদ্ধতিতে এ ফল প্রকাশ করা হয়।
অধ্যক্ষ লিটন রুদ্র পালের পরিচালয় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক সাইদুল হক সেলিম, সদস্য মো. শাহ আলম, মাও. ফয়জুল বারী, অভিভাবক সেচ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (অব.) মো. রিয়াজুল হক তালুকদার, মো. গোলাম রব্বানী, মাও. ইউসুফ আলী, মো. সোহেল মিয়া, রিনা বেগম, ফাতেমা আলী, খালেদা বেগম শশী, রাহেনা আক্তার, সেবু বেগম, সহকারী শিক্ষক তারজিনা বেগম, পিংকী দেব, তকবীর হোসেন, মৌসুমী দাশ ও শিহাবুর রহমান শিহাব প্রমূখ।