স্টাফ রিপোর্টার ::
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ, দোহালিয়া ইউনিয়ন পরিষদ, চরমহল্লা ইউনিয়ন পরিষদ, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুহেনা আজিজ, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন প্রমুখ।