স্টাফ রিপোর্টার::
আচরণবিধি ভঙ্গ করে শহরে রঙ্গিন পোস্টার সাটানোর অভিযোগে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এই জরিমানা করেন।
জানা গেছে শনিবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পোস্টার সাটাচ্ছিল তার লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অঞ্জন দাস আচরণবিধি লঙ্গন করে রঙ্গিন পোস্টার সাঁটানোয় ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
সুনামগঞ্জের এনডিসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।