স্টাফ রিপোর্টার::
জেলা আওয়ামী লীগের সম্পাদক ব্যারিস্টার এ, এনামুল কবির ইমন পৃথকভাবে তার বলয়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীদের নিয়ে শুক্রবার রাতে বিজয়ের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার আগে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মুকুট-জগলুলকে নিয়ে আওয়ামী লীগের ব্যানারে পৃথক শ্রদ্ধা নিবেদন করেন।
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের সঙ্গে শ্রদ্ধার্ঘ্য অর্পনকালে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক নান্টু রায়, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্দু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ।
আওয়ামী লীগের দুই নেতার পৃথক কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।