সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়নে স্থানীয় সরকারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আসাদ আলী,দ্বিপক তালুকদার, ইয়াছিন মিয়া, কেএম আব্দুর রহিম, রফিকুল ইসলাম রানা, ইউপি সদস্যা নুরে জান্নাত লিপি, সেজু আক্তার, আক্তারবানু, সদর ইউনিয়নের জিয়াউর রহমান, ইউপি সচিব অচিত কুমার দাস, ৪নং ওয়ার্ডের প্রার্থী কল্যাণ ব্রত তালুকদার, দলীয় নেতা ফারুক মিয়া, আব্দুল লতিফ নাজেল, আশরাফুজ্জামান, সানোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্যা রাবেয়া সিদ্দিকা রাবু প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ইউপি সদস্যগণ কল্যাণ ব্রত তালুকদারকে সমর্থন করেন এবং সকলেই ঐক্যমত পোষণ করেন।