স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডে সদস্যপদে তরুণ প্রার্থী মাজহারুল ইসলাম উকিল চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। তার পারিবারিক ঐতিহ্য ও মরহুম মুক্তিযোদ্ধা পিতা সামরান আলীর দেশের প্রতি ত্যাগের কথা বিবেচনা করে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকেই তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
মাজহারুল ইসলাম উকিল গুরুজনদের দোয়া ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সমর্থনের আশ্বাসে প্রতিদিন তাদের দ্বারে দ্বারে ঘুরে ভোটদানের প্রতিশ্রুতি আদায় করছেন। স্থানীয় সরকারের অনেক প্রতিনিধিদেরই তার নির্বাচনী প্রচারণায় দেখা গেছে।
মাজহারুল ইসলাম উকিল বলেন, সুনামগঞ্জের ৬ নং ওয়ার্ডের সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমি গেছি। তাদের অনেকেই আমাকে দোয়া ও সমর্থন করেছেন। তৃণমূল মানুষের সেবক হতেই আমি জেলা পরিষদে সদস্যপদে নির্বাচন করছি। বাবার দেখানো পথেই আমার জীবন পরিচালিত করতে চাই।