স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। শুক্রবার দিনভর তিনি এই দুটি ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে চেয়ারম্যান-মেম্বারবৃন্দ আগামী ২৮ ডিসেম্বর চেয়ারম্যান পদে তাকে ভোট দানের অঙ্গিকার ব্যক্ত করেন।
এই দুটি ইউনিয়নে মতবিনিময়কালে নূরুল হুদা মুকুটের সঙ্গে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। তাছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।