স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা বেগম আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১,২,৩ নং (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) সংরক্ষিত ওয়ার্ডে সদস্যপদে মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে তিনি এ মনোনয়নপ্রত জমা দেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন।
মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক-দোয়ারা আসনের সাংসদ মহিবুর রহমান মানিকের ছোট বোন নূরুন্নাহার চিনু, ধর্মপাশা উপজেলার যুব লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান উজ্জল।
উল্লেখ্য সেলিনা বেগম সম্প্রতি সুনামগঞ্জ জেলা আওয়ামী যুব মহিলা লীগের রাজনীতিতে রাজপথে সক্রিয় রয়েছেন। তিনি তাহিরপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত জয়নাল আবেদিনের কন্যা।