স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালালের মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ব্যারিস্টার এনামুল কবির ইমন। মঙ্গলবার বিকেলে তিনি নেতাকর্মীদের নিয়ে প্রচারণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সন্থ্যার আগে মোটরসাইকেল মহড়ায় তাকে সুনামগঞ্জে স্বাগত জানান কর্মী-সমর্থকরা। এদিকে তার প্রতিদ্বন্ধি প্রার্থী নূরুল হুদা মুকুটও দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন। আজও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে তাদের সহযোগিতা কামনা করেন তিনি।
দরগাহে হযরত শাহ জালালের মাজার জিয়ারত কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক শামীম, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা রশিদ আহমদ প্রমুখ।