স্টাফ রিপোর্টার:: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের উপর নির্যাতন ও তাদেরকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জমিয়তে উলামায়ে ইসলাম।
শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়েখ মাও. আব্দুল বছিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাও. তাফজ্জুল হক আজিজ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাও. শেখ মজিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তাইবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাও. রশিদ আহমদ, জেলা জমিয়তের উলামায়ের সহ-সভাপতি আফসার উদ্দিন, মাও. আতাউর রহমান লস্কর, মাও. মোস্তাক আহমদ, মাও. হামমাদ আহমদ, মাও.আলী নূর হক প্রমুখ।