আশিস রহমান::
সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র’র দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২:০০ টায় দোয়ারাবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সারদা বাবু, কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসাইন, ডিগ্রী পরিক্ষার্থী শিপন, মারুফ, বাবলু, সঞ্জয়, আব্দুল হক, আবুল খয়ার, মিনারা বেগম, শিতন দাস, জরিনা, রিনা, ডলি বেগম, মনি বেগম, জবা, রুমা প্রমুখ। বক্তারা বলেন, দোয়ারবাজার থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে গিয়ে অনেক কষ্ট করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা হওয়ায় রীতিমতো কষ্ট করে ঝুঁকি নিয়ে অনেকের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব হয় না। বক্তারা অনতিবিলম্বে দোয়ারবাজার সরকারি কলেজে ডিগ্রী পরীক্ষার পৃথক কেন্দ্রের দাবি জানান।