স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা সীমান্ত থেকে ৪ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ৩ টি তক্ষক আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে বাঁশতলা দক্ষিণ কলোনী থেকে এই তক্ষকগুলো আটক করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বলেন, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ৩টি তক্ষকের মূল্য প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকা। এগুলো উদ্ধারের পর দুপুরেই বনবিভাগের কাছে আমরা হস্থান্তর করা হয়েছে।