স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডা. এসপি রায় স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। ডা.এসপি রায় ফাউন্ডেশনের সহযোগীতায় এবং জসিম উদ্দিন তালুকদার ও দেলোয়ার হোসেন’র আয়োজনে বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন সাচনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার রায়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী শিক্ষক মোজাহিদ হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকেরা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা জামিল আহমেদ জুয়েল প্রমুখ। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থি ছিলেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো. মজিবুর রহমান। এতে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়, বেহেলী উচ্চ বিদ্যালয়, ভীমখালী উচ্চ বিদ্যালয়, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। মেধা তালিকায় তানভরি আদনান প্রান্ত, প্রত্যাশা তালুকদার পর্না, ফাবিহা মুনিয়াত পন্নি, নদী রায় তালুকদার, ঐশ্বরী তালুকদার, তৌহিদা আক্তার বেবী, রিতু রানী দাস, ফৌজিয়া আনার ইকরা, মৌমিতা বণিক, ইসতিয়াক আহম্মেদ, সুরাইয়া আক্তার দোহা, ফাতেমা জান্নাত মুনা, সাদিয়া আক্তার, আরিফ হোসেন, উর্মি চৌধুরী, অর্পনা পাল চৌধুরী, সানিয়া জাহান সুচী, বনশ্রী তালুকদার, ইসরাত জাহান রাফা, মিথিলা তালুকদার ত্রয়ী সহ মোট ২০ জন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।