স্টাফ রিপোর্টার::
তাহিরপুরে নদ-নদী খনন, বিনামূল্যে কৃষকদের বীজ বিতরণসহ নানা দাবিতে কৃষক সংগ্রাম সমিতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারেরর মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদানের পূর্বে এলাকার কৃষক শ্রমিক জনতার সমন্বয়ে একটি মিছিল উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি ছয়ফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আকিকুর রেজা, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীজেন্দ্র পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব প্রমূখ।
বক্তারা বোর ফসল রক্ষায় হাওর এলাকার নদী খনন, যাদুকাটা নদীর তীর কেটে বালি উত্তোলন বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।