স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধরণ সম্পাদক এস.এম জাকির হোসেন এর জন্মদিন কেক কেটে ও আলোচনাসভার মাধ্যমে পালন করেছে সুনামগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের রমিজ বিপণীস্থ দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে এর উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনাসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। তারা জাকির হোসেনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা শঙ্কর দাস, সুনামগঞ্জ জেলা যুবলীগ সদস্য পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরল ইসলাম বজলূ, জেলা যুবলীগের অন্যতম সদস্য কল্লোর তালুকদার চপল, রওনক আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা লতিফুর রহমান রাজু, পৌর যুবলীগের আহ্বায়ক আবাবিল নূর, যুগ্ম আহ্বায়ক দীপ্ত তালুকদার টিটু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহছান আহমদ উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা স্বচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অনন্ত নারায়ণ রায় জনি, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুব্রত তালুকদার জুয়েল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সদস্য অভিজিত চৌধুরী টিংকু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র, তানবীর আহম্মেদ সোহান, তারেক আহমদ, বাপ্পন মৈত্র, লিঙ্কন আহমেদ, অর্ণব প্রান্ত, জ্যোতির্ময় বনিক দীপ্ত, দুর্জয় তালুকদার, অনিক দাস, সোহাগ আহমন, মোছাদ্দিক, ফাহিম ফয়সাল, অজয় সরকার প্রমুখ।