স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমা নদীর তীরে অবৈধভাবে বালু ডাম্পিং করায় নদী তীরে ভাঙ্গন দেখা দেওয়ায় সোমবার বিকেলে সদরপুরে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালু ব্যবসায়ী ফুল মিয়াকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ও দ-বিধি ১৮৬০ এরর ১৮৮ ধারায় সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু ডাম্পিং করায় এই দ- দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মেশিন ও নৌকা জব্দ করে আগুনে পুড়িয়ে দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতিমা। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা কাজী শামছুল হুদা সোহেল, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাব্বির আহমদ প্রমুখ।