সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উজ্জীবকদের নিয়ে চার দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজে প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও বৃটিশ কাউন্সিলের সহযোগীতায় ওই প্রশিক্ষন সমাপনী অনুষ্টানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। দি হাঙ্গার প্রজেক্ট’র প্রতিনিধি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র একাউন্ট অফিসার কুদরত পাশা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদির, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক আকবর হোসেন, রাজশাহী থেকে ইয়ুথ লিডার্স মাসুম রাসেল, মো. মোস্তাফিজুর রহমান সজল, ঢাকা হইতে ইয়ুথ লিডার্স মুন্না দাস, জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাহুল চৌধুরী, রহুল আমিন, আসাদ চৌধুরী এনি, জাহাঙ্গীর আলম বাবু, ফুল তারা বেগম, হুমায়ারা আক্তার মনি, তাহেরা বেগম, স্বর্ণা দে, নাসরিন আক্তার, নুসরাত, শেফা আক্তার, তামিম আহম্মেদ চৌধুরী সহ ৩২ জন শিক্ষার্থী ওই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এতে এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার সীফ ট্রেনিংয়ে দক্ষতা ও সৃজনশীলতা এবং দেশ প্রেম অনুপ্রাণীত হবে পাশাপাশি নিজ পরিবার, সমাজ ও জাতির উপকার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম আহমেদ পলি বলেন, আজকে আমাদের দেশ পিছিয়ে নেই এখন পুরুষের পাশা পাশী নারীরাও এগিয়ে আছে। ছাত্র জীবনে সকল কিছু শিক্ষা অর্জন করা ভাল এবং হাঙ্গার প্রজেক্ট’র প্রশংসনীয় উদ্যোগ।